সাহসী রেক্সোনা !

খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপির একজন মহিলা সার্জেন্ট রেক্সোনা তার জীবনের ঝুঁকি নিয়ে একজন অপরাধীকে দুটি রিভলবার, ১১ রাউন্ড গুলি ও একটি হ্যান্ড বোমাসহ গ্রেফতার করে অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় বয়রা গার্লস কলেজের কাছে তার দায়িত্ব পালন করার সময়, একজন অপরাধীকে তার মোটরসাইকেল থেকে অন্য একজনকে গুলি করার চেষ্টা করতে দেখা গেছে। তিনি তার দুই কনস্টেবলসহ অপরাধীকে আটক করেন।

সার্জেন্ট রেক্সানা পরে বলেন, ‘আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে অপরাধীকে গ্রেফতার করেছি কারণ অন্য কোন উপায় বা সময় ছিল না অন্যভাবে চিন্তা করার। ইউনিফর্ম পরে, আমি নিজেকে একজন মহিলা ভাবি না বরং একজন গর্বিত যোগ্য পুলিশ অফিসার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *