শাবিপ্রবি শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ চান

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণে তদন্ত কমিটির প্রয়োজন মনে করছেন না শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, তাদের ওপর হামলার ঘটনার জন্য একমাত্র উপাচার্যই অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দায়ী। তার নির্দেশেই পুলিশ হামলার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল ও হামলা হয়েছে

 

এদিকে দুপুর ১২টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা সহমর্মিতা প্রকাশ করছি। এ ক্যাম্পাসে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে পরিবেশ নিশ্চিত করবো ও সমাধানে যেতে চাই।’

অনশনে বসে থাকা ২৪ শিক্ষার্থী কোষাধ্যক্ষের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘এখন আর আলোচনায় বসার সুযোগ নেই। যে উপাচার্য পুলিশকে গুলি করার অনুমতি দেন তিনি আর উপাচার্যের পদে থাকার অধিকার রাখেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *