পাঠাও রাইডস-এ পে-লেটার ফিচার চলে এলো !
পাঠাও এর এই সিস্টেমকে গেম চেঞ্জার হিসাবে দেখা যাচ্ছে। পাঠাও রাইডস–এ পেমেন্ট নিয়ে নো টেনশন কারণ, একমাত্র পাঠাও দিচ্ছে রাইড শেষে সুবিধামত পে করার সুবিধা। পে লেটার ফিচারটি ব্যবহার করে রাইড নিলে থাকছে না সাথে সাথে পেমেন্ট করার ঝামেলা।
পে–লেটার ফিচারটি ব্যবহার করে রাইড নিতে হয় –
ধাপ ১ঃ হোম পেজ থেকে বাইক/কার–এ ট্যাপ করো
ধাপ ২ঃ ডেস্টিনেশন সিলেক্ট করে নিচে ক্যাশ পেমেন্টে ট্যাপ করো
ধাপ ৩ঃ পেমেন্ট অপশন গুলোর মধ্য থেকে ‘পে লেটার’ অপশনটি সিলেক্ট করো
ধাপ ৪ঃ এরপর ‘সেন্ড পিকআপ রিকোয়েস্ট’ বাটনে ট্যাপ করে রিকোয়েস্ট করো তোমার রাইড এবং রাইড শেষে এনজয় করো ঝামেলাহীন পেমেন্ট।
আর রাইডের শুরুতে পে লেটার সিলেক্ট করতে ভুলে গেলেও, নেই কোন টেনশন। কারন রাইড শেষেও থাকছে পে লেটার দিয়ে পেমেন্ট করার সুযোগ!
রাইড শেষে কিভাবে পে লেটার ব্যবহার করে পেমেন্ট করবে? চলো দেখে নেই–
ধাপ ১ঃ রাইড শেষে পেমেন্ট মেথড থেকে ‘পে লেটার’ অপশনটি সিলেক্ট করে তোমার পেমেন্ট সম্পন্ন করো
উল্লেখ্য যে, রাইডের ভাড়া যদি পে লেটার অ্যাভেইলেবল ব্যালেন্স থেকে বেশি আসলে তাহলে পে লেটার ডিউ আগে ক্লিয়ার করে নিতে হবে অথবা রাইডের ভাড়া ক্যাশ/ডিজিটাল পেমেন্ট করতে হবে।
এখন ট্রিপ হবে যখন তখন, পেমেন্ট হবে পরে সুবিধামতন! তাহলে আর দেরি কিসের! পেমেন্টের চিন্তা ভুলে গিয়ে এখনই রিকোয়েস্ট করো তোমার পাঠাও কার অথবা বাইক।