টানা তৃতীয়বার আইভী জয়
২০১১ সাল থেকে তিনি না.গঞ্জ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বিপক্ষে ৬৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে পান ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। হাতি প্রতীক নিয়ে তৈমুর আলম পান ৯২ হাজার ১৭১ ভোট। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।