এ মাসের শেষে ঢাকায় নারী চালাবে উবার

নারী চালকদের কাজের এ সুযোগ তৈরি করে দিচ্ছে ঢাকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান, ‘বেটার ফিউচার ফর উইমেন’ (বিএফডাব্লিউ)। এ সংস্থার সঙ্গে থাকছে উবার। উবার বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান এবং বিএফডাব্লিউ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুমাইয়া শিমু এই চুক্তি স্বাক্ষর করেছেন। এ তথ্য জানায় ডিজিনেট।
চুক্তির অংশ হিসেবে মার্চের শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার, যেখানে আগ্রহী নারীরা উবার প্ল্যাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সাথে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরণের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।উবারের বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান বলেন, উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন সেগুলো বৃদ্ধি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। তবে আপাতত রাজধানীতে চলছে।
বেটার ফিউচার ফর উইমেন এর প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু ডিজিনেটকে বলেন, রাইডশেয়ারিং এখন ঢাকার জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইডশেয়ারিং প্ল্যাটফর্মে নারীদের যুক্ত করতে চায়। এ জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। সম্ভবত স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা এ উদ্যোগ চালু করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *