তিনটি টিকার যে কোনোটি মার্কিন নাগরিকদের নিতে বললেন ফাউচি
হোয়াইট হাউসের এই কোভিড সংক্রমণ উপদেষ্টা জানিয়েছেন ১৮ বছরের কম শিশুদের জন্যে টিকা নেওয়া কার্যকর হবে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তাদের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই কম।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রমণ রোগ বিশেষজ্ঞ বলেন মার্কিনীদের আমি পরামর্শ দিয়ে বলছি ফাইজার/বায়োএনটেক বা মডার্না, টিকা যেটি পাওয়া যায় সেটি দিয়ে দেওয়া উত্তম। এমনকি তা নতুন করে অনুমোদন দেওয়া জনসন এন্ড জনসনের টিকা হলেও।
এনবিসি’র মিট দি প্রেসে ফাউচি বলেন তিনটি টিকাই ভাল। হাতের কাছে যেটি পাওয়া যায় সেটি নিয়ে নিন।
ফাউসি আরো জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বছরের শেষ নাগাদ টিকা দেওয়া হতে পারে. তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে শরৎকাল এসে পড়বে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজটি নিয়েছে। আগামী জুলাই নাগাদ মার্কিন নাগরিকদের জন্যে পর্যাপ্ত পরিমান টিকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রে কোভিডে মারা গেছে ৫ লাখ মানুষ। তবে জানুয়ারির পর থেকে সংক্রমণের হার কমছে।