দেশে ফিরতে জয়ার অনীহা
ঢাকা ও কলকাতায় সমান জনপ্রিয় মডেল-অভিনেত্রী জয়া আহসান। লম্বা বিরতির পর দুই সপ্তাহ আগে কলকাতায় গেছেন এ অভিনেত্রী। সেখানে পরিচালক সৌকর্য ঘোষাল ও চিত্রভানু বসুর দুটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
শুটিংয়ের মধ্যে জয়ার দশ দিনের ছুটি আছে। তবুও এই ছুটিতে ঢাকা ফিরতে চাইছেন না তিনি।
ঢাকা ফেরায় কেনও জয়ার অনীহা, সেটা জানিয়েছেন তিনি নিজেই।
জয়া বলেন, সিনেমা দুটির মধ্যে প্রায় দশ দিনের ব্যাবধান রয়েছে, তবে আমি বাংলাদেশে ফিরে আসব না। বিমানবন্দরগুলো বেদনাদায়ক হয়ে গেছে করোনার সময়ে।
তিনি বলেন, একটা সময় আমি কলকাতায় সকালের নাস্তা করে দুপুরে ঢাকা ফিরে মায়ের রান্না করা দুপুরের খাবার খেতাম। সেটা সহজ ছিল।
‘এখন প্রতিবার ভ্রমণ করার সময় আমাকে কোভিড-১৯-এর পরীক্ষা করতে হবে। সে কারণে আমি বরং এখানেই (কলকাতা) থাকব, কাজ শেষ করব, তারপর বাড়ি ফিরে যাব।’
জানা গেছে, নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া। এর আগে জয়াকে নিয়ে ‘ভূতপুরী’ সিনেমার শুটিং শেষ করেছেন এ নির্মাতা। গ্রাফিক্সের কাজ শেষ হলেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।