বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত ও চীন
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সীমান্তবর্তী পানগং তাসো লেক-এর উত্তর ও দক্ষিণ তীর থেকে উভয়পক্ষ পর্যায়ক্রমে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে।
১৯৬২ সালের যুদ্ধের পর থেকে দশকব্যাপী এই অঞ্চল নিয়ে বিরোধে জড়িয়েছে দুই পারমাণবিক শক্তিশালী দেশ। গত মে মাসে তিব্বত সীমান্তবর্তী লাদাখে দুই দেশ পুনরায় বিরোধে জড়ায়। প্রায় ৪৫ বছর পর সীমান্তে গোলাগুলিসহ এই সংঘর্ষে দুই পক্ষের সেনাই হতাহত হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যত দ্রুত সম্ভব প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বরাবর এলাকা থেকে সেনা সরানোর বিষয়ে দু’পক্ষ আলোচনা শুরু করেছে। রাজনাথ আরও বলেছেন, ‘ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাসহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। গত বছর থেকে চীনের সঙ্গে আমরা সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা করে আসছি। বেইজিংকে আমরা জানিয়েছি, ভারত তিনটি নীতির ভিত্তিতে সমাধান চায়। প্রথমত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে উভয়পক্ষকেই সহমত হতে হবে। দ্বিতীয়, স্থিতিশীলতা বিঘ্ন করার চেষ্টা করা যাবে না এবং তৃতীয়ত দুই পক্ষকে সব ধরনের সমঝোতায় সহমত হতে হবে।