শরণখোলায় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ

আলোরকোল ডেস্ক ।।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ। শনিবার (২৩.০৩/১৯) বিকালে উপজেলা সদরের আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের সামনের বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ , ধানসাগর ইউনিয়ন পরিষদকে ২-০ সেটে পরাজিত করে জেলায় বাগেরহটে অংশগ্রহনে সুযোগ করে নেয়।


ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু।
খেলায় রেফারী ছিলেন  রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক বদিউজ্য়েজামান  বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *