শরণখোলা সরকারী কলেজের আন্তঃ বর্ষ ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
আলোরকোল ক্রীড়া ডেস্ক ।।
শরণখোলা সরকারী কলেজের আন্তঃ বর্ষ ক্রিকেট প্রতিযোগিতা’ ২০১৯ এ সেমিফাইনালে উঠেছে একাদশ (মানবিক) ও একাদশ (বিএম শাখা) টিম।
সোমবার (১৮/০৩/১৯) সকাল ১০ টায় উদ্বোধনী খেলায় সমাজ বিজ্ঞান টিম হারায় একাদশকে (মানবিক শাখা) এবং পরের খেলায় দুপুর ১২ টায় রাস্ট্র বিজ্ঞান টিমকে হারায় একাদশ (বিএম) শাখা।
সোমবার সকালে শরণখোলা সরকারী কলেজে আন্তঃ বর্ষ ক্রিকেট প্রতিযোগিতা ‘২০১৯ এর উদ্বোধন করা হয়। খেলাটি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কুমার মন্ডল।
আম্পায়ারেরর দায়ীত্ব পালন করছেন সহকারী অধ্যাপক মোল্লা নজরুল ইসলাম ও প্রভাষক কিশোর কুমার