সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানে ওয়ানডেতে হারিয়ে চমক দিলো জিম্বাবুয়ে। দারুণ উত্তেজনার ম্যাচটি সুপার ওভারে জিতেছে আফ্রিকার দেশটি। এ জয়ে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ এ।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচটি টাই হলে সুপার ওভারে গড়ায়। যেখানে সফরকারী জিম্বাবুয়ের কাছে পেরে ওঠেনি পাকিস্তান। এই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অতিথিরা। দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে, ফর্মে থাকা ব্রেন্ডন টেইলর ও শেন উইলিয়ামসের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। টেইলর ৫৬ রানে আউট হলেও, দলের হাল ধরে ব্যাট করে যান উইলিয়ামস। শেষ পর্যন্ত উইলিয়ামসের অপরাজিত ১১৮ রানের ওপর ভর করে ২৭৮ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। প্রতিপক্ষের ৬ উইকেটের মধ্যে ৫টি উইকেটই শিকার করেন মোহাম্মাদ হাসনাইন।
জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটাও ভাল হয়নি। ২ ওপেনার ফেরেন দলীয় ৬ রানে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন হায়দার আলী, রেজওয়ান ও ইফতেখার আহমেদ। দলীয় ৮৮ রানে ৫ উইকেট হারানোর অধিনায়ক বাবর আজম ছিলেন উইকেট আগলে। তাকে দারুণ সঙ্গ দেন ওহাব রিয়াজ। বাবর আজম ১২৫ আর ওয়াব রিয়াজ ৫২ রানে আউট হলে, জমে উঠা ম্যাচ হেলে পড়ে জিম্বাবুয়ের দিকে। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন হয় ১৩ রান।
কিন্তু, ১২ রানের বেশি তুলতে না পারায়, সুপার ওভারে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। সুপার ওভারে আগে ব্যাট করে মাত্র ২ রান করতে পারে পাকিস্তান। যা তিন বল হাতে রেখে পেরিয়ে যায় জিম্বাবুয়ে।
সুপার ওভারে জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্লেসিং মুজারাবানি। এই ডানহাতি ফাস্ট বোলারে নাজেহাল হয়েছে পাকিস্তান। প্রথম বলেই ইফতিখার আহমেদকে তুলে নেন মুজারাবানি। পরের দুই বলে সিঙ্গেল। চতুর্থ বলে খুশলিদ শাহকে ফিরিয়ে পাকিস্তানকে থামিয়ে দেন ২৪ বছর বয়সী। মূল ম্যাচেও যিনি ৫ উইকেট নেন। তাই ম্যাচসেরাও তিনি।
৩ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। সুপার ওভারে দলটির পক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করেছিল পাকিস্তান। তাই এদিনের ম্যাচটি কিছুটা হলেও তার স্বাভাবিক উত্তেজনা হারায়। কিন্তু এই নির্বিষ ম্যাচেই প্রাণ প্রতিষ্ঠিত করলেন দুই দলের ক্রিকেটাররা।
এই জয়ের ফলে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে জিম্বাবুয়ে প্রথম পয়েন্ট পেল। এ ছাড়া টানা ১০ ম্যাচ হারের পরে জয়ে ফিরল দলটি। ৭ নভেম্বর শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।