সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের অবহেলার কারণেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী: মেয়র আতিকুল ইসলাম
শনিবার (১৩ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, এক্ষেত্রে নিজেদেরও দায় রয়েছে।
রাজধানীতে মশার ঘনত্ব নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ঢাকায় মশার ঘনত্ব চারগুণ বেড়েছে। এখন যে মশা দেখা যাচ্ছে, তার মধ্যে ৯০ শতাংশই কিউলেক্স মশা। সাধারণত শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রকোপ বাড়ে।