সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দিয়েছে এনবিআর
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেয়া হয়। এবার জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৩১ টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়েছে। এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘মুজিব বর্ষের অঙ্গীকার, ইএফডি’তে এনবিআর’।
প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড।
ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীম সব প্রতিষ্ঠানকে ঠিক মতো ভ্যাট পরিশোধের আহ্বান জানান।