রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা দরকার, নির্বাচন এক তরফা হয়ে যাচ্ছে: ইসি মাহবুব তালুকদার
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বর্তমান কমিশনের ৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার এ কথা বলেন।
তিনি বলেন, এই দাবিটা সম্ভবত আমাদের কাছে নয়, এটা অন্যত্র দাবি করা হয়েছে। এর মধ্যে একটা কথা আছে। আমরাতো একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হয়েছি। এখন যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের ব্যাপারে গঠিত হয়। আমাদের কোনোকিছু বক্তব্য তো নাই। ঠিক না? আর একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পরে আমি পদত্যাগ করে ফেললাম এটা কোনো বিষয় হয় না।