যুক্তরাষ্ট্রে আইন পাস, গাঁজা সেবন আর অপরাধ নয়
এই প্রথম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ে গাঁজা সেবন বিষয়ে এমন সিদ্ধান্ত এলো। বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে চলা, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী যুদ্ধে এই সিদ্ধান্ত ইতিবাচক নিয়ামকের ভুমকা পালন করবে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর পাস করা বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট অনুমোদন দেবে বলে মনে করা হচ্ছে।
এই বিলটির পক্ষে ভোট দেন হাউজ অব রিপ্রেজেন্টিটিভস এর ২২৮ সদস্য, আর বিপক্ষে ছিলেন ১৬৪ জন। ৫ জন রিপাবলিকানও এটিকে সমর্থন করেছেন। সিনেটে পাস হলে এটি প্রেসিডেন্টের কাছে যাবে। তিনি স্বাক্ষর করলে এটি পরিণত হবে আইনে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রকাশ্যেই গাঁজা খাওয়া যাবে।
১৯৭০ সালের ফেডারেল ড্রাগ পলিসি অনুডায়ী দেশটিতে এখনও গাঁজা নিষিদ্ধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ওষুধি গুনও আছে। তাই একে হিরোইনের মতো মাদকের কাতারে ফেলা অন্যায়। এর বাইরে দেশটির অনেক রাজ্যেই গাঁজা সেবন বৈধ। অনেক বিশেষজ্ঞ মনে করেন, গাঁজা সহজলভ্য হলে কমে আসবে ক্ষতিকর মাদকের ব্যবহার।