যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল ইউরোপের একাধিক দেশ
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের কথা ঘোষণার পর দেশটির ফ্লাইট চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেয় নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও ইতালি। ইউরোপীয় ইউনিয়ন আরো সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনায় বসছে।
যুক্তরাজ্যের সঙ্গে ট্রেন চলাচলও নিষিদ্ধ করেছে বেলজিয়াম। দেশটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট এবং ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।
নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, একই সময় থেকেই যুক্তরাজ্যের সব যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে ১ জানুয়ারি পর্যন্ত।
ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএমটিভিও জানিয়েছে,যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট এবং ট্রেন চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে ফরাসি সরকার। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা আসছে।
শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনার একটি নতুন ধরণের কথা ঘোষণা করেন। মহামারির এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে তারা জানান।
ওয়ার্ল্ডোমিটার ইনফো বলছে যুক্তরাজ্যে ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬৭ হাজার ৭৫ জন।