মেক্সিকোতে ফাইজারের টিকা নেওয়ার পর আইসিইউতে এক চিকিৎসক
৩২ বছর বয়সী ওই নারী চিকিৎসকের অ্যালার্জির সমস্যা ছিল। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় নারী চিকিৎসকের নাম প্রকাশ না করে এ তথ্য জানান। গত শনিবার ওই চিকিৎসকের এনসেফেলোমেলাইটিস হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। সাধারণভাবে তীব্র ভাইরাল সংক্রমণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে সৃষ্ট প্রদাহের সমস্যা এটি।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, যৌগিক পলিয়াথিলিন গ্লাইকোলের (পিইজি) কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফাইজারের টিকা নিয়ে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক নার্স অজ্ঞানও হয়ে যান।
করোনার টিকা নেওয়ার পর কারও মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হওয়ার প্রমাণ ক্লিনিক্যাল ট্রায়ালে (পরীক্ষামূলক ব্যবহার) পাওয়া যায়নি। মেক্সিকোতে চিকিৎসক অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে ফাইজার-বায়োএনটেকের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি।
ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ভ্যাকসিন গবেষক এলিজাবেথ ফিলিপস বলেন ভ্যাকসিন দিয়ে যাওয়া দরকার। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়েও সচেতন হতে হবে। এই পার্শ্বপ্রতিক্রিয়া কারো কারো হতে পারে। তবে বিপজ্জনক নয়।