মার্কিন নির্বাচনে ভোট দিলেন সাকিবপত্নী শিশির
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোট প্রদান করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে নির্বাচনের দিনের আগেই গতকাল সোমবার পর্যন্ত অন্তত নয় কোটি ৬০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছে, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ভোটার উপস্থিতির ৭০ শতাংশ। এবার বাকি ভোটারদের ভোটগ্রহণ চলছে।
উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন শিশির। ফেসবুক একাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বসবাস করছে শিশিরের পরিবার। ২০১২ সালে বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এই দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম হাসান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই আছেন সাকিব। গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফেরার কথা রয়েছে তাঁর। তাই আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফিরে ফের ক্রিকেটে মনোযোগ দেবেন দেশসেরা এই ক্রিকেটার।