মার্কিন কংগ্রেসে জো বাইডেন ও কমালা হ্যারিসের আনুষ্ঠানিক স্বীকৃতি গণতন্ত্রের জয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দেশটির ইতিহাসের ঘৃণ্যতম এ হামলা যুক্তরাষ্ট্রের মতো পরিপক্ক গণতান্ত্রিক দেশে সত্যিই দুঃখজনক।
গণতন্ত্রিক ব্যবস্থায় টানাহেঁচড়া, ধস্তাধস্তি হয়, কিন্তু ক্যাপিটল হিলে যেটা হয়েছে সেটা অনাকাঙ্খিত-অনভিপ্রেত। এতো কিছুর পরও যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের জয় হয়েছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।
ড. মোনে বলেন, এতো কিছুর পরেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে ধারা তার সুরক্ষা সম্ভব হয়েছে।
আইনের প্রতি জনগণের শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি পরিস্কারভাবে ফুটে ওঠে। রাজনীতিতে যত ব্যবস্থা রয়েছে তার মধ্যে গণতন্ত্রই সর্বোত্তম।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে বুধবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা এবং কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবন নিয়ন্ত্রণেই নিয়ে নেয়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে এমন ঘৃণিত ঘটনায় বিশ্ব নেতারা নিন্দা জানিয়েছেন। ওই হামলায় এ পর্যন্ত ৪ জন নিহত হন এবং ৫২ হামলাকারী ও উস্কানিদাতা আটক হন।
হামলা ঠেকানোর পরপরই ফের অধিবেশন বসে এবং সেখানে মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।