মডার্নার টিকা ছাড়পত্র দিয়ে ১ কোটি ৭০ লাখ ডোজ কেনার অর্ডার বরিসের
যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে ছাড়পত্র মিলল মডার্নার। ব্রিটেনের মেডিসিন রেগুলেটরি কমিটি কয়েক দিন আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে। দুটি দেশেই গণহারে টিকা দান কর্মসূচি চলছে।
ব্র্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের আগে টিকা দেবে মডার্না। বিশ্বে সবার আগে টিকা দেওয়া শুরু হয়েছে ব্র্রিটেনেই। রাশিয়াতে স্পুটনিক ভি টিকা দেওয়া শুরু করে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট, তবে সে ব্যাপারে সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রবীণ নাগরিকদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।
ফাইজার-বায়োএনটেকের মতো মডার্নার টিকার অত কম ঠান্ডায় সংরক্ষণ করার প্রয়োজন পড়ে না। ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রিতে রাখতে হলেও মডার্নার টিকা মাইনাস ২০ ডিগ্রিতেই সংরক্ষণ ও সাধারণ ফ্রিজারেই রেখে তা সরবরাহ করা সম্ভব।
ব্রিটেনে এখন পর্যন্ত ১৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার পর আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ নাগাদ আরও আড়াই থেকে তিন কোটি মানুষকে টিকা দেওয়ার আশা করছে দেশটির স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, ব্রিটেনের জনসংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি হলেও তিনটি ভ্যাকসিন কোম্পানির ৩৬ কোটিরও বেশি ডোজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।