বিয়ে করায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন পাওয়া আসামিকে জামিন দিলেন হাইকোর্ট
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিলীপ খালকো ধর্ষণের শিকার নারীকে বিয়ে করায় তাকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামি কারাগার থেকে বের হয়ে জামিনের অপব্যবহার করলে তার জামিন বাতিল হয়ে যাবে বলেও আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশে গত ৫ ডিসেম্বর রাজশাহীর কারাফটকে দিলীপ খালকোর সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর বিয়ে হয়।
নির্দেশ অনুযায়ী বিয়ের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়।