বিপ টেস্টে পাশ করেছে মাশরাফী, মাঠে ফিরতে বাঁধা নেই
গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় সর্বশেষ মাঠে নেমেছিল মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর করোনা আক্রান্ত হওয়ায় খেলা হয়নি বিসিবি প্রেসিডেন্টস কাপ আর ইনজুরির কারণে তাকে রেখেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ায়।
তবে চলমান এই টি-টোয়েন্টি কাপে খেলার উদ্দেশ্যে এই মাসের শুরুর দিকে মাঠের অনুশীলনে ফেরেন মাশরাফী। ইতোমধ্যে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি। যদিও কোন দলে তিনি খেলবেন তা নিশ্চিত নয়। তবে তাকে দলভুক্ত করতে একাধিক দল ইচ্ছেপ্রকাশ করেছে।
এরইমধ্যে আনুষ্ঠানিক আবেদন করেছে ফরচুন বরিশাল আর জেমকন খুলনা। তাদের সঙ্গে যোগ হতে যাচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহীও। মাশরাফীকে দলে পাওয়ার আগ্রহ জানিয়েছে তারাও। একাধিক দলের চাহিদা হওয়াতে লটারির মাধ্যমে হবে সমাধান।
অর্থাৎ লটারিতে যে দলের নাম উঠবে সেই দলে খেলবেন বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক। খেলার আগে অবশ্য বিসিবি নির্ধারিত বিপ টেস্টে পাশ করা লাগত মাশরাফীর। রোববার (৬ ডিসেম্বর) সেই বিপ টেস্টে পাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, আজই (৬ ডিসেম্বর) মাশরাফীর লটারি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এরপরই জানা যাবে চলমান টুর্নামন্টে কোন দলে খেলছেন তিনি।