বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বরস্থ পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতেরবিল নামক স্থান থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা সমমূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ নম্বর)।
শনিবার দিবাগত রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বালুখালী বিওপি’র নিয়মিত টহল দলের সদস্যরা শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ওই তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপি’র টহল দল কক্সবাজারের উখিয়ার ৫ নম্বরস্থ পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতেরবিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে ৫/৬ জন চোরাকারবারী রহমতেরবিল এলাকা দিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘন কুয়াশার আড়ালে পালিয়ে যায়। পরে টহল দল ওই স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এগুলোর আনুমানিক সিজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে।