বিএনপির অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: কাদের
রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।
তিনি বলেন, জেল-জুলুম,নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি বিএনপির পরাজিত মেয়রপ্রার্থীদের উদ্যোগে আন্দোলনের ডাকের সমালোচনা করে বলেন, রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কী লাভ হবে?