বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার হুমকিদাতার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
এ কর্মসূচি থেকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, ধর্মান্ধ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি থেকে ভাস্কর্য ভাঙার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানানো হয়।
ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য ঐতিহ্যের প্রতীক। এমন স্লোগানে আয়োজিত মানববন্ধন অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা যারা করে তারা মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ।
মানববন্ধনকারীরা বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে সমালোচনা এবং তাকে ভাঙার হুমকি দিয়েছেন এটা বাংলাদেশে কখনোই সম্ভব না। কারণ, বাংলাদেশ ৯০ ভাগ মানুষ স্বাধীনতার পক্ষে, এ জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’