ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ অংশের সাথে জড়িতরাও এক ধরণের বর্জ্য: মেয়র তাপস
ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ অংশের সাথে এতদিন ধরে সিটি করপোরেশনের যারা জড়িত ছিল, তারাও এক ধরণের বর্জ্য উল্লেখ করে, তাদেরও অপসারণ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
এর আগে রাজধানীর খালগুলোর দখল-দূষণমুক্ত রাখার অংশ হিসেবে নন্দীপাড়া খাল পরিদর্শন করেন মেয়র তাপস। এসময় করপোরেশনের পক্ষ থেকে খাল পরিস্কারকরণের কাজ করা হয়।
এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ভালো কাজে বাধা আসবেই এমন মন্তব্য করে, খাল দখলমুক্ত থেকে শুরু করে সিটি করপোরেশন সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করা হবে ।
মেয়র তাপস জানান, আগামী বর্ষার আগেই খালগুলো দখল ও দূষণমুক্ত করে, সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হবে। এর পর এ জায়গা গুলোতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।