ফাইজারের পর মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিলো ইইউ
বুধবার ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদনের কথা জানায়। এই মুহূর্তে করোনার ২য় স্রোত মোকাবেলা করছে ইউরোপ। এর আগে ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের পর তা ব্যবহার করাও শুরু করেছে ব্লকটি।
স্বাস্থ্য সেবা কর্মীরা জানান, তারা প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করছেন। শনিবার থেকে সুইজারল্যান্ডে ১৬ বছরের অধিক বয়সীদের মডার্নার ভ্যাকসিনটি প্রদান করা হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ভ্যাকসিনটিও যৌথ কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে।