পর্যটকদের বিনোদনের জন্য রাঙামাটিতে চলতি মাসে চালু হতে যাচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস।
পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদের পাহাড়ের সৌন্দর্য, নীল জলরাশি, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ দৃশ্য।
এ ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করে জেলার চেম্বার অব কমার্স।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। ৭২৫ বর্গকিলোমিটার আয়তনে বিশাল কাপ্তাই হ্রদ। হ্রদের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়, নীল জলরাশি, প্রকৃতির অপরূপ ঝর্ণা ও ঝুলন্ত সেতু।
প্রাকৃতিক এসব সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন পাহাড়ি এই জনপদে।
পর্যটকরা এতদিন ইঞ্জিনচালিত নৌকায় চড়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করতেন। এখন ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াটার বাস।
রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ছুটে আসেন ৩ লাখের বেশি পর্যটক।