পদ্মাসেতুসহ চার মেঘা প্রকল্প আগামী বছরের জুনে খুলে দেয়া হবে: ওবায়দুল কাদের
পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছরের জুনে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির মধ্যবর্তি নির্বাচনের দাবির বিষয়ে বলেছেন, মধ্যবর্তী নির্বাচন কি মামা বাড়ির আবদার? এটা মধ্যবর্তী তামাশা। রোববার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি কি তাদের দলের চেয়ারপার্সনকে মুক্তি করেছে? খালেদা জিয়ার মুক্তিতে তাদের কোন অবদান নেই। যতটুকু অবদান তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি খন্ড খন্ড মিছিলও করতে পারেনি।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন ডাক দেয় সত্য কিন্তু তাদের সিনিয়র কোন নেতাকে রাস্তায় নামতে দেখা যায় না। তারা আন্দোলনের ডাক দিয়ে বাসায় বসে হিন্দি সিনেমা দেখে।