ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
সফরের দ্বিতীয় দিন বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন তুরেস্কর পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ।
এরপর তিনি ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন । তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ঘুরে দেখেন। তারপর পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য গণভবন অভিমুখে যান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক শেষে দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। বিকেলে বারিধারা তুরস্কের নতুন দূতাবাস উদ্বোধন করবেন মেভলুট। সন্ধ্যায় ঢাকা ছেড়ে আঙ্কারার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
এর আগে বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী । এই সফরে অভিবাসন এবং ব্যবসা-বাণিজ্য ইস্যুতে স্বাক্ষর হতে পারে সমাঝোতা স্মারক। আলোচনা হতে পারে রোহিঙ্গা ইস্যুতেও।