থাইল্যান্ডে আব্দুল হাই ও আলজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলকার নাইন
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, মোহাম্মদ আব্দুল হাই বর্তমানে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করা আব্দুল হাই মানামা, মস্কো, ব্যাংকক, দুবাইয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ব্রুনেইয়ের বাংলাদেশ মিশনের হাইকমিশনার ছিলেন।
আলজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলকার নাইন বর্তমানে লন্ডনের বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে নিয়োজিত রয়েছেন।
পররাষ্ট্র সার্ভিসের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ওয়াশিংটন, সিউল ও বার্মিংহামের বাংলাদেশ মিশন ও পরররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।