ঢাকার বাইরে হবে নতুন বাস টার্মিনাল: ২ সিটি মেয়র
জেলা বাস টার্মিনালের জন্য প্রাথমিকভাবে হেমায়েতপুর, কেরানীগঞ্জ, বাটুলিয়া ও কাঁচপুরকে সম্ভাব্য এলাকা হিসেবে মনে করছেন ঢাকার দুই সিটির মেয়র।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র। তারা জানান, আন্তঃজেলা টার্মিনাল সরিয়ে সিটির বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে।
বাস কোম্পানির সংখ্যা কমিয়ে সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তারা।
ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, ঘাটার চর থেকে মতিঝিল পর্যন্ত এক কোম্পানির মাধ্যমে বাস চলাচল করবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের মতো মেট্রোরেলের পাশেই হবে বাস টার্মিনাল।