ট্রাম্প সমর্থক অতি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলাবার চেষ্টা করছেন
পুরো গল্পটা শুরু হয়েছিলো একজন কিউঅ্যানন সমর্থকের একটি টুইট থেকে। টুইটে লেখা ছিলো, #ওবামাকেহুলিয়াপাঠাও। সেখান থেকে ধারণা ছড়ায় অফিস ছাড়ার আগে বারাক ওবামা এমন কিছু কিের গিয়েছিলেন, যেনো ট্রাম্প প্রশাসন বিপদে পড়ে। সেই একই টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পরেই বলা হয়, ভালো কিছু হতে যাচ্ছে।
এই টুইটদুটো প্রতি ঘণ্টায় ৪ হাজারবার রিটুইট হচ্ছিলো। শুরু থেকেই এই গুজব ছড়ানোকে সমর্থন করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এর পক্ষে নিজেও টুইট করেছেন। কিউঅ্যানন একেবারে তৃণমূল পর্যায়েই গুজব ছড়াচ্ছে। তাদের সাংগঠনিক ভিত্তি যথেষ্ঠ মজবুত। এটি শুধু অনলাইন কেন্দ্রিক কিছু নয়।
মার্কিন অনলাইন নজরদারী সঙ্গঠন এনসিআরআই এর সহপ্রতিষ্ঠাতা জোয়েল ফ্রিঙ্কেলস্টেইন বলেন, ‘কিউঅ্যঅনন একটি ভুঁয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্ক। তারা কৌশল হিসেবেই এই কাজ করছে। তারা কাজ করছে দেশের সর্বোচ্চ শক্তির সঙ্গে। তারা আমাদের জাতীয় ঐতিহ্য ছিনতাই করতে চায়।