টি-টোয়েন্টি দিয়েই ফিরছেন সাকিব
স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসানের আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বৃহস্পতিবার। আর মাঠের লড়াইয়ে ফেরার জন্যও খুব বেশি অপেক্ষা করতে হবে না তাকে।
তিন দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ। বিসিবি এবার আয়োজন করছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সব ঠিক থাকলে ১৫ নভেম্বর শুরু হতে পারে বিসিবি আয়োজিত পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই আসরটিই হতে যাচ্ছে সাকিবের ফেরার টুর্নামেন্ট।
নিষেধাজ্ঞার সময়ে খুব বেশি মাঠের ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কারণ করোনাভাইরাসের কারণে মাঝে দীর্ঘ সময় ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ।
গতকাল রোববার ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’ এর ফাইনাল শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা বিষয়ে প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘সাকিব চলে আসবে (যুক্তরাষ্ট্র থেকে)। ওর সঙ্গে আমার কথা হয়েছেৃ। ও আমাদের এই টুর্নামেন্ট খেলবে এটা নিশ্চিত করেছে। এরমধ্যে ওর দলও হয়ে যাবে। ওর দলের সঙ্গেই অনুশীলন করবে।’
মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।