গর্ভপাতের তহবিল ফিরিয়ে দিয়ে ওবামাকেয়ার চালু করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দুইটি নির্বাহী আদেশ স্বাক্ষর করায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গর্ভপাতের তহবিল ফিরিয়ে দিতে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা ফের চালু হল। এখন এনজিওগুলোকে এধরনের তহবিলের যোগান দেওয়া হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে’র মধ্যে বেকার মার্কিন নাগরিকরাও স্বাস্থ্যবীমা নেয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন। বাইডেনের নির্বাহী আদেশের ফলে ফেডারেল এজেন্সিগুলো মার্কিন নাগরিকদের স্বাস্থ্যসেবায় যে নিয়ম-নীতি রয়েছে তা পর্যালোচনা করে দেখবেন। স্বাস্থ্যবীমা না থাকলে মার্কিন নাগরিকদের জরিমানার ব্যবস্থা রয়েছে ওবামাকেয়ারে।
বাইডেন বলেন স্বাস্থ্যখাতে কোনো নতুন আইন না করে বরং ট্রাম্প প্রশাসনের আগের অবস্থায় অর্থাৎ ওবামাকেয়ারে ফিরে যাচ্ছি।
চারবছর আগে সাবেক প্রেসিডেন্ট ওবামার শাসনামলে গৃহীন স্বাস্থ্যনীতি যা ওবামাকেয়ার নামে পরিচিত তার পাল্টে ফেলে ট্রাম্প প্রশাসন।
দায়িত্ব নেয়ার পর বাইডেন ইতিমধ্যে ৪০টি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। জলবায়ু পরিবর্তন, অভিভাসন, কোভিডের মত বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপগুলোর উল্টোটাই বাস্তবায়ন করতে যাচ্ছে বাইডেন প্রশাসন।