কোভিডে দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪, সুস্থ ৯৩৬
বুধবার (৩ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে কোভিড শনাক্তের ৩৬০ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৫৮ জনের। এখন পর্যন্ত ৪০ লাখ ৭৯ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন। মোট মারা গেছেন ৮৪২৮ জন।
মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।