কারাগারে লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে, ময়নাতদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের একথা বলেন। ভিডিও ফুটেজ ও চিকিৎকের মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
স্বরাষ্টমন্ত্রী বলেন, তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায় নি, সেটি পাওয়া গেলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন লেখক মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২০ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি ছিলেন লেখক মুশতাক আহমেদ।
গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে গ্রেফতার করে র্যাব।