করোনাকালেও শরীর ঠিক রাখতে নিয়মিত ঘোড়দৌড়ে অংশ নেন ৯৪ বছর বয়সী রানী এলিজাবেথ
যুক্তরাজ্য করোনা ভাইরাস মহামারিতে এখনও রীতিমতো দিশেহারা। ব্রিটিশ রাজ পরিবারও চলছেন স্বস্থ্যবিধি মেনে। কিন্তু চনমনে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। নিয়ম করে প্রতিদিন ছড়ছেন ঘোড়ায়। বাকিংহাম প্যালেস সূত্রে এখবর গতকাল জানায় গার্ডিয়ান ও বিবিসি।
কোয়েন্টাইনে পরিবার ও স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে আনন্দেই দিন কাটছে রানীর। বয়স ৯৪ বছর হলেও তার দৈনিক কার্যক্রমে যার কোনো ছাপ নেই। প্রতিদিন সবার সঙ্গে প্রাতরাশ করছেন। প্রাতরাশের মধ্যে বেশি প্রাধান্য পাচ্ছে বিভিন্নরকমের ফলমুল।
রাজ পরিবারের সূত্র বলছে, দিনের বেলায় চড়ছেন ঘোড়ায়। অন্তত ৪০ মিনিট তিনি ঘোড়া দৌড়াচ্ছেন। এ ঘৌড়া দৌড়ানোর স্থান বাকিংহাম প্যালেসেরই প্লে গ্রাউন্ডে। তবে জনসম্মুখে বের হচ্ছেন না।
সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে রানী কোনো কার্যক্রম করছেন না। সবকিছু স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন তিনি। সেজন্য রানী অধির আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি তার দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন।