আরও দুই মামলায় সাংবাদিক কাজলের জামিন, মুক্তির পথ খুললো
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারিবাগ থানায় দায়ের করা দুই মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এতে তার মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ২৪ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা অপর একটি মামলায় কাজলের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।