আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গণভবন থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নেয়া হয়েছে সব ধরণের প্রস্ততি।
ভ্যাকসিন আনার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হলে অভূতপূর্ব উন্নয়ন হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে নতুন গতি।