অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন
বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী স্থানীয় সময় বুধবার থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময় শুক্রবার দুপুর দেড়টার দিকে অনলাইন সংবাদমাধ্যম গুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।
জানা যায়, আগে থেকে বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। হঠাৎ জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন এনাম।
১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন বেবী নাজনীন। পরের দুই দশকে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন তিনি। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য তিনি ২০০৩ সালে জাতীয় পুরস্কার পান। বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।